শ্যামলবাংলা ডেস্ক : আ’লীগ ও বিএনপি বিরোধী দলে থাকলে জনস্বার্থমূলক কাজ করে । তাই আসুন আমরা দল দু’টিকে সারা জীবনের জন্য বিরোধীদলে পাঠাই। ২১ অক্টোবর সোমবার রাজধানীতে ‘উন্নয়ন, জ্বালানি ব্যবস্থাপনা ও জনস্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ওই কথা বলেন।
তিনি আওয়ামী লীগকে ‘আপদ’ আর বিএনপিকে ‘বিপদ’ হিসেবে আখ্যায়িত করে এই দু’দলের বাইরে নতুন একটা রাজনৈতিক বলয় তৈরি করার জন্য প্রগতিশীলদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক অর্থনীতিবিদ এম এম আকাশ, তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজসম্পদ রা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ , লেখক, সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমত উলাহ প্রমূখ বক্তব্য রাখেন।
এম এম আকাশ বলেন, তৃণমূলে আওয়ামী লীগের বাহিনীগুলো দুর্নীতি করছে তার কারনেই বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে মানুষ তা গ্রহণ করছে না তাই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটের রাজনীতিতে তারা হেরে যাচ্ছে।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি ও বিদেশী গোষ্ঠীর সঙ্গে দুই দলের সমঝোতা চলছে।
দেশের মানুষ প্রধান দু’টি দলের দুর্নীতির বিষচক্রে জড়িয়ে আছে। মানুষ একবার এ দলকে ভোট দিচ্ছে আবার তার ওপর প্তি হয়ে পরের বার অপর দলটিকে ভোট দিচ্ছে।
সৈয়দ আবুল মকসুদ বলেন,”নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বায়বীয় প্রতিশ্রুতি দেয়। সরকারে গিয়ে তারা খেয়ালখুশি মতো দেশ পরিচালনা করে।
পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমত উলাহ বলেন, আমরা বাতাস ও সূর্য থেকে কাঙ্তি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। কিন্তু সরকার সেদিকে নজর দেয় না কারণ এ পথে তারা কাড়ি কাড়ি টাকা লুট করতে পারবে না। সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে ৩ হাজার কোটি টাকা লুট করেছে। তাড়াতাড়ি টাকা লুট করার জন্য এর নাম দিয়েছেন কুইক রেন্টাল।
