এস.এম.তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে সাপের কামড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের পরদিন রাতে উপজেলার ডাহরা গ্রামের মোঃ নুরুল আমিনের স্ত্রী রুবি আক্তার (৩২) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে জঙ্গলে যাওয়ার পথে বিষাক্ত সাপে তাকে দংশন করে। বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।