মো: খুরশিদ আলম, চাঁদপুর : হাইমচরের চরভৈরবী আমতলীতে নতুন লঞ্চঘট প্রতিষ্ঠার দাবীতে চরভৈরবী ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকের ৪টায় আমতলীবাজারে ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি আকতার হাওলাদার এর সভাপতিত্বে ও সদস্যসচিব কাজীভুট্টোর পরিচালানায় সমাশে বক্তারা বলেন, আমতলী এলাকার মানুষজন দীঘদিন থেকে যাতায়াত সমস্যা ভুগছে, সড়ক যোগাযোগ না থাকায় আমতলী, পাড়াবগুলা, চরভৈরবী, পাশ্ববর্তী রায়পুর উপজেলাসহ ওই অঞ্চলের প্রায় ২০ হাজার মানুষের নৌ যোগাযোগের মাধ্যম আমতলী এলাকায় লঞ্চঘাট না থাকায় মানুষজনের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই অনতিবিলম্বে জনদুর্ভোগ লাঘবে আমতলীতে লঞ্চঘাট প্রতিষ্ঠার জন কতৃপক্ষের কাছে দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ভুট্টো মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ আলী মাষ্টার, বিএনপি নেতা শামছুল সরদার, সালাউদ্দিন হাওলাদার, সমাজ সেবক দুলাল হাওলাদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন ডাকু বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সোহেল হাওলাদার, ইউপি মেম্বার দেলোয়ার বেপারী, মানিক দেওয়ান, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মাহবুব আলম জিতু, ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদারসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।