মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম) : বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় রাউজানের গ্রামের বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে রুদ্র বড়–য়া (৫) নামের এক শিশু। ১৯ অক্টোবর শনিবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ছিপাতলী গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। রুদ্র ওই গ্রামের ব্যবসায়ী উত্তম বড়–য়ার পুত্র।
জানা যায়, শনিবার বিকেল ৩টায় মা’র সাথে রুদ্র বাড়ির সামনের পুকুরে যায়। পুকুরে কাজ সেরে মা বাড়িতে ফিরে গেলেও রুদ্র কোনো এক সময় পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
