আরিফ মাহমুদ, কলারোয়া (সাতীরা): কলারোয়ায় অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। থানা সূত্র জানায়, উপজেলার ব্রজবাকসা গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩২) প্রায় সময় উত্তর দিগং গ্রামের ইদ্রিস আলীর কন্যা (২১)কে উৎতক্ত করতো। সম্প্রতি আলমগীর হোসেন কৌশলে ওই মেয়ের ছবি মোবাইল ফোনে ধারণ করে কুপ্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে সে ধারনকৃত ছবি ইন্টানেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। এঘটনায় কলারোয়া থানায় ১৯অক্টোবর মামলা (নং-১৭) দায়ের হয়েছে।
