মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারে এক আইনজীবীর বাসা থেকে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকার এডভোকেট অধীর চন্দ্র পালের বাসা থেকে অর্চনা (৪৮) নামে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে এডভোকেট অধীর চন্দ্র পালের বাসার ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়। অর্চনার বোনের ছেলে নয়ন দুলাল জানান, খালার স্বামী ও সন্তান না থাকায় তিনি আমাদের বাসায় থাকেন। প্রতিদিনের মত আমি সকালে ব্যবসায়ি কাজে বের হই। আমার ছোট ভাই রিয়াদ (১২) হঠাৎ আমাকে খবর দেয় ঘরে ভিতরে ঢুকে কে বা কারা খালাকে জবাই করে ফেলে গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রহস্যজনক। সে কারনে ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।