মেহের আমজাদ,মেহেরপুর : প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ঢল নামছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে। ঈদত্তোর বিনোদনে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক স্মৃতি মানচিত্র, স্মৃতিসৌধ সহ নানা স্থাপনা দেখতে মানুষ ছুটে যাচ্ছে সেখানে।
মেহেরপুর সহ আশপাশের এলাকার মানুষের একমাত্র বিনোদনের কেন্দ্র মুজিবনগর আম্রকানন। আম্রকাননকে ঘিরে গড়ে উঠেছে মুজিবনগর কমপ্লেক্স। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য আর স্বাধীনতার ইতিহাস সহ মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক মানচিত্র দেখতে নানা বয়সের নারী-পুরুষ প্রতিদিনই ভিড় জমাচ্ছে। নির্মল আনন্দ পেতে মুজিবনগরের ঘুরে আনন্দ প্রকাশ করেন এভাবেই। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসের নানা স্থাপনা দেখাতে দূর দূরান্ত থেকেও স্ব-পরিবারে মুজিবনগরে যাচ্ছেন অনেকেই।
মেহেরপুর মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু বলেন, বিনোদন প্রেমিদের নির্মল আনন্দ দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও নানামুখি ব্যবস্থা নেয়া দরকার বলে জানান মুজিবনগর উপজেলা চেয়ারম্যান।