ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকায় নারী-শিশু মাদক পাচারকারী দু’গ্রুপের সংঘর্ষে অন্তত: ১২জন আহত হয়েছে। ২০ অক্টোবর রবিবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
জানা যায়, রবিবার বিকেল ৫টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ২শতাধিক নারী ও শিশু পারাপারের সময় পাচারকারী চক্রের দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এ সময় সংঘর্ষে ফারুক গ্রুপের কলিম ও ইসাহকসহ ৮জন আহত হয়। এর মধ্যে কলিম ও ইসাহক গুরুতর আহত হয়। অপর গ্রুপের ৪জন আহত হলেও তাদেরকে চিকিৎসার জন্য অন্যত্র নেয়ায় তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানী ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ সীমান্ত দিয়ে কোন নারী ও শিশু পাচার হয় না। তবে শুনেছি পাচারকে কেন্দ্র করে ফারুক ও জিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি এ দু’গ্রুপের সদস্যদের আটকের জন্য বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
