মো.মহসীন মাতুব্বর আমতলী(বরগুনা) : সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তালতলী প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের তালতলী প্রতিনিধি আ. মোতালিব (৪৫)। ২০ অক্টোবর রোববার সকালে ওই ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, রোববার সকাল ১১ টার দিকে আ. মোতালিব তালতলী বাজারে অবস্থানকালে সেখানে উপজেলা ওলামালীগ সভাপতি মজিবর জোমাদ্দার উপস্থিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলা চালায় । গুরুতর আহত সাংবাদিক আ. মোতালিবকে বরিশাল শেবচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী হাসাপাতালের চিকিৎসক ডা. মাহমুদ হাসান জানান, আ. মোতালিবে শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। তবে তিনি শংকা মুক্ত।
সাংবাদিক আ. মোতালিব জানান, গত ১৯ অক্টোবর দৈনিক যুগান্তরে “তালতলীতে বিএনপি অফিস ভাংচুর” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এ ঘটনার রেশ ধরে তার উপর হামলা করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ওলামালীগ সভাপতি মজিবর জোমাদ্দার এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
