এস.গুলবাগী, বগুড়া : বগুড়া শহরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে এস আলী নওয়াজ সাগর (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ সাগর বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। সে বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির টিএসআই আজমল হোসেনের ছেলে। ১৯ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া শহরের বেজোড়া ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সাগর বন্ধুদের সাথে নদীতে গোসল করার জন্য বেজোড়া ঘাটে যায়। সাগর সাঁতার না জানলেও নদীতে নেমে গোসল করে। এক পর্যায়ে তার বন্ধুরা নদীর উপর নির্মিত বেইলী ব্রীজ থেকে নদীতে লাফিয়ে পড়ে গোসল করছিল। এদৃশ্য দেখে সাগর বন্ধুদের সাথে ব্রীজ থেকে নদীতে লাফ দেয়। বন্ধুরা সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও সাগর নদীতে ডুবে যায়। সাগরের নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে পার্শ্ববর্তী লতিফপুর বাসা থেকে তার বাবা-মা ও স্থানীয় লোকজন সেখানে আসে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সাগরের সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরী আনার ব্যবস্থা নেয়া হয়েছে।
