মোঃ আমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া : বগুড়ার গাবতলী বাগবাড়ীতে রাতের আধাঁরে অগ্রনী ব্যাংকে দেয়াল ভেঙ্গে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুবৃর্ত্ত। ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর শনিবার রাত অনুমান ১১ টায়। এলাকাবাসী জানায় ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় একদল দুবৃর্ত্ত বাগবাড়ী বাজারে রতি স্কুল সংলগ্ন কৌশলে প্রাচির টপকিয়ে ব্যাংকের ভোল্টের কাছে পাকা দেয়াল ভাঙ্গতে থাকে। এক পর্যায়ে ভোল্টের ইস্পাতের সাথে হারতুীর আঘাত ঘটলে শব্দের সৃষ্টিহলে পাশ্বে স্কুলের নাইড গার্ড দরজা খুলতেই ২ জন ব্যাক্তি পালিয়ে যায়বলে গার্ড দিলবর জানায়। সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের লোক জন ছুটে এলে দিলবরের জ্ঞান ফেরার পর ব্যাংকে ডাকাতির চেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বাগবাড়ী ফাঁড়িতে অবগত করলে ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার স্থান পরিদশৃন করে। এ ব্যপারে ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুলার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন ডাকাতি নয় চুরির চেষ্টা করা হয়েছে। এই ব্যাংকে কোন নাইড গার্ড নেই বলেও জানান। দুবৃর্ত্তরা দেয়ালের ইটখুলে ভোল্টের লোহার পাটাতন বেরকরে। ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলামের সাথে যোগে যোগ করা হলে তিনি জানান ডাকাতিনয় চুরির চেষ্টা চালানো হয়েছিল। কয়েকদিন পুর্বে ব্যাংক সংলগ্ন স্কুলে বৈদুৎতিক বাল্বগুলো ভেঙ্গে ফেলে কে বা কাহারা। এছাড়াও রাস্তার অনেক গাছ কেটেনিয়ে যায় এলাকার চিহিৃত ব্যাক্তিরা। কয়েকটি ঘটনায় এলাকায় ব্যাপক আতংক বিরাজ করছে।
