ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রবিবার স্থানীয় ভূমি অফিস চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ আলহাজ্ব একেএম আউয়াল। ওই সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান লিটন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক এহসাম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা ইরাদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বকর ছিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফায়জুর রশিদ খসরু, টুঙ্গিপাড়া আ’লীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, ছাত্রলীগ নেতা আ. রহমান প্রমূখ। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে বলে ঘোষনা দেয়া হয়।