দৌলতখান (ভোলা) সংবাদদাতা: দৌলতখান –- ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৫ রোববার কালিগঞ্জ সংলগ্ন নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে ওই লঞ্চে থাকা যাত্রীদের স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। গুজবটি দৌলতখান উপজেলা ছাপিয়ে মুহুর্তে পুরো জেলায় ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায় রোববার দুপুর তিনটায় দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট থেকে ছেড়ে লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছলে সন্ধার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। এ সময় দ্রুত কুলে ভেড়াতে গেলে যাত্রীদের হুড়োহুড়িতে লঞ্চটি কাত হয়ে ভেতরে পানি প্রবেশ করে। এ সময় যাত্রীরা মুঠো ফোনে সজনদেরকে ঘটনা জানালে স্বজনরাই লঞ্চ ডুবির গুজব ছড়াতে থাকে।
