মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার : কুমিলার দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্ভোধন করা হয়েছে। প্রায় ৮০ ল টাকা ব্যয়ে ১৯ অক্টোবর শনিবার সকালে নবনির্মিত ওই ভবনের উদ্ভোধন করেন কুমিলা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। ১০নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুল ইসলাম মান্না’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোঃ হুমায়ুন কবির, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আবুল হোসেন সরকার, আ’লীগ উপজেলা সভাপতি হাজী মোঃ জয়নুল আবেদীন, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, সাবেক চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, স্থানীয় আ’লীগ নেতা রোশন আলী মাষ্টার প্রমূখ।