দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার পৌর শহরের ব্র্যাক অফিস সংলগ্ন তালতলা নামক মাঠে ওই ঈদ পুণর্মিলনীতে মাও: আব্দুল মোতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা দল নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম ভূঁইয়া ও পৌর সাধারন সম্পাদক ফজলুর রহমান রুনু। তত্বাবধায়ক সরকারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: হারেছ গণি, মাও: মুফতী আবুল কাশেম সাদী, মাও: আব্দুল জলিল, মাও: মজিবুর রহমান, মাও: রেদোয়ান, মাও: তাজুল ইসলাম, মাও: আব্দুল হামিদ, আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর ওলামা দল সহ ৭টি ইউনিয়নের ওলামা দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
