আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে উত্তেজনা আর ককটেল বিস্ফোরনের মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে কান্দিপাড়া বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্দলীয়,নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পূর্নবহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উস্থি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল আলম পলাশের সভাপতিত্বে কান্দিপাড়া হাইস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ জেলা বিএনপি সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজিম উদ্দিন ,পৌর আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাবের আল মামুন সুজন, মনিরুজ্জামান মনির, পৌর যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আনার ঢালীসহ বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্য কয়েক জায়গায় বাধা প্রদান ও দুপুর ১২ টায় কান্দিপাড়া বাজারের পাশে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পর কিছুটা উত্তেজনা দেখা দিলেও সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশের সময় বাজারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।