ঠাকুরগাঁও সংবাদদাতা : পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন মানব সেবায় মাদার তেরেসা শান্তি নোবেলে ভূষিত হয়েছেন। তাকে অনুসরন করে মানব সেবায় নিজেদের মহত্ব ফুটিয়ে তুলুন ।
১৯ অক্টোবর শনিবার ঠাকুরগাঁও স্বাস্থ্য উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন। সিভিল সার্জন আফজাল হোসেন তরফদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার ফয়সল মাহমুদ,প্রেস কাব সভাপতি আখতার হোসেন রাজা,মাহবুবুর রহমান খোকন,আসম গোলাম ফারুক রুবেল প্রমুখ।
পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। কোনরকম গাফলতি মেনে নেয়া হবেনা। যারা দায়িত্ব পালনে অবহেলা করছেন এবং অনিহা দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।