মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা না হলে দুর্বার গণ-আন্দোলনের মধ্য দিয়ে এক দলীয় নির্বাচন প্রতিহত করে সরকারের পতন নিশ্চিত করা হবে। তিনি ১৯ অক্টোবর শনিবার দুপুরে মেহেরপুর পৌর টাউন হলে বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি এ সরকারের মেয়াদে অক্টোবর মাসের বাকি ৪ দিন গণসংযোগ ও পথসভাসহ ২৫শে অক্টোবর ২০টি স্পটে একই সময়ে ১৮ দলীয় জোটের গণমিছিলের কর্মসূচী ঘোষণা করেন।
পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ সাঈদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, কোষ্যাধ্যক্ষ আরজুল্লাহ মাস্টার বাবলু প্রমুখ।
