আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর মজনু হত্যা মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। মির্জাপুর গ্রামের আয়েত আলীর পুত্র মো. সোহেল (২০) কে ২০ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে যাত্রাগাছী গ্রাম থেকে আটক করে।
জানা যায়, ১৯ অক্টোবর উপজেলার মির্জাপুর গ্রামে সাগরের ৫ বছর বয়সী ছেলে রিমন ও মজনুর ৪ বছর বয়সী কন্যা পলি খেলাধুলা করছিল। এ সময় ঢিল ছুরাকে কেন্দ্র করে দু-পক্ষের পরিবারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই সংঘর্ষে আব্দুল মজিদ, সাগর মজনু গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মজনুকে মৃত ঘোষনা করেন। নিহতের পিতা খোরশেদ প্রামানিক বাদী হয়ে ১৩ জনকে আসামী করে ওই দিনই আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বলেন, অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
