তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) : ‘আল্লাহু’ লেখা সদৃশ্য কোরবানীর মাংস পাওয়া গেছে নওগাঁর সাপাহার উপজেলায়। ১৬ অক্টোবর বুধবার ঈদের দিন কোরবানীর মাংসে আল্লাহু লেখা দেখতে পায় উপজেলার মানিকুড়া গ্রামের মো. ইসরাইল হোসেনের বাড়ীর লোকজন। এরপর থেকেই ভীড় পড়ে যায় উৎসুক জনতার। মাংসের টুকরোগুলো এখনও সংরক্ষিত থাকায় উৎসুক জনতার ভীড় লেগেই আছে ওই বাড়িতে।
জানা যায়, ওই গ্রামের দরিদ্র দিন মজুর বিভিন্ন জায়গা হতে কোরবানীর মাংস সংগ্রহ করে। বিকেলে তার পুত্রবধূ শিল্পী খাতুন ওই মাংস রান্না করতে গেলে পাতিলের মধ্যে বার বার আল্লাহু লেখা সদৃশ্য কয়েক টুকরো মাংস তার চোখের সামনে ভেসে ওঠে। পরে তিনি রান্না বন্ধ করে পাতিল হতে ওই মাংসের টুকরোগুলো তুলে একটি বাটিতে রাখে। এরপর ওই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সে মাংস এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভীড় জামায়। মাংসের টুকরোগুলোর উভয় পার্শ্বে আল্লাহু লেখা সদৃশ্য দেখে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলেও মন্তব্য করেছেন।
