স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসায় পরপর দু’বার তল্লাশী চালিয়েছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার ওই তল্লাশী চালানো হয়। তবে ওইসময় কাউকে আটক করেনি পুলিশ।
জানা যায়, প্রথমে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবং পরে রাত ৯টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেলের গৃর্দানারায়ণপুরের বাসায় অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম অভিযান চালায়। ওইসময় মাহমুদুল হক রুবেলসহ তার নির্বাচন এলাকা ঝিনাইগাতীর কিছু দলীয় নেতাকর্মী ঈদের শুভেচ্ছা বিনিময়ে বাসায় অবস্থান করছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে চলে যায়। ওইসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, ওসি (ডিবি) নজরুল ইসলাম, সদর ওসি (তদন্ত) মাহফুজুর রহমানসহ থানা পুলিশ, ডিবি পুলিশ ও শহর পুলিশের বেশ কিছু সদস্য অংশ নেন।
এ ব্যাপারে বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল বিষয়টি সামনে তত্বাবধায়ক ইস্যুতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনকে কেন্দ্র করেই নেতাকর্মীদের হয়রানীর অংশ বলে দাবি করেছেন। অন্যদিকে ওই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতেই বিএনপি নেতা মাহমুদুল হক রুবেলের বাসায় যাওয়া হয়েছিল। এটা কোন অভিযান বা তল্লাশী নয়। জিজ্ঞাসাবাদ করেই পুলিশ চলে এসেছে।
