ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিাইগাতী উপজেলায় গরু ব্যবসার লাভের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শালচুড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছে আমজাদ আলী (২৮), আবেদা খাতুন (৫০), মৌসুমী (২৫), আবেদ আলী (৩৫), নুরুন্নাহার (৩০), আব্দুর রেজ্জাক (৩০), মুক্তা (১৯), সুলতান (৪০) ও মঞ্জু (২৮)। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবেদা খাতুন, মৌসুমী ও নুরুন্নাহারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আমজাদ আলী ও আব্দুর রেজ্জাক এলাকা থেকে গরু ক্রয় করে ঢাকায় নিয়ে বিক্রি করে। ওই ব্যবসার লাভের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
