মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগন উপজেলায় প্রথম স্ত্রীর নির্যাতন মামলায় দ্বিতীয় স্ত্রীসহ স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার বেতাউন্ডা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জুনেদ আহমদ (৩৫) ও তার স্ত্রী শিরিন আক্তার (২৮)।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুনেদ আহমদ দুটি বিয়ে করেছিলেন। এক বউয়ের নারী নির্যাতন মামলায় আদালতের ওয়ারেন্টমূলে তাদের গ্রেফতার করা হয়েছে।
