মেহের আজমাদ, মেহেরপুর : মেহেরপুরে গাংনীর তেরাইল বাজারে মোটর সাইকেলের ধাক্কায় নেছারুণ (৬৫) নামের এক বৃদ্ধা ভিক্ষুক নিহত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। বৃদ্ধার বাড়ি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে।
জানা যায়, মেহেরপুর- কুষ্টিায়া সড়ক দিয়ে এক মটরসাইকেল আরোহী গাংনী থেকে দ্রুতগতিতে বামুন্দির দিকে যাচ্ছিল। বেপরোয়া গতীতে মোটর সাইকেল চালানোর কারণে তেরাইল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নেছারুণকে সাজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার এসআই একরামুল হক জানান, লাশ মর্গে নেবার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
