দৌলতখান (ভোলা) সংবাদ দাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে (দৌলতখান – বোরহানউদ্দিন) আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আলহাজ্ব এম আব্দুল কাদের খান ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি ও কনিকা গ্র“প অব কোম্পানীজ’র চেয়ারম্যান আব্দুল কাদের গত ৪দিন বোরহনউদ্দিন ও দৌলতখান উপজেলার দুটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার বিকেলে দৌলতখান প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, এ আসনের বর্তমান এমপি আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল ভাইয়ের নেতৃত্বে ৪৪ বছর ধরে ছাত্রজীবন থেকে অদ্যাবধি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। আগামী নির্বাচনে নেতা (তোফায়েল আহমেদ) এ আসন থেকে নির্বাচন না করলে দলের প্রধান জন নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অবশ্যই মনোনয়ন দাবি করবো। তিনি আরও বলেন, তোফায়েল ভাই আগামীতে ভোলা-১ আসন (ভোলা সদর) থেকে নির্বাচন করবেন বলে ইতোমধ্যে বিভিন্ন সভা সমাবেশে ঘোষণা দিয়েছেন।
মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি শ ম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, পৌর আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ এ আসন থেকে ( ভোলা-দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা) ১৯৭০ সালে এম,এনএ, ১৯৯১, ৯৬, ও ২০০৮ সালে এমপি নির্বাচিত হন। সে কারণে আ’লীগ নেতা, কর্মী সমর্থকরা এটিকে তোফায়েল আহমেদের আসন হিসেবেই মনে করেন।
