কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্তে বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ টাকার ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ওইসব মাদকদ্রব্য আটক করা হয়।
দর্শনা নীমতলা ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী হালদারপাড়া মাঠে অভিযানে গেলে মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩শ ৪৮ বোতল ফেন্সিডিল ও ৫২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওইসব মাদকদ্রব্য উদ্ধার করে।
