চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া এলাকায় বাসচাপায় আবেদা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। নিহত আবেদা বেগম সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের আজিল হকের স্ত্রী।
জানা যায়, সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিযা গ্রামের আজিল হকের স্ত্রী আবেদা বেগম বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মেয়ে-জামাই বাড়ি থেকে করিমনযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসনের সামনে করিমন থেকে পড়ে যান তিনি। ওই সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।