শ্যামলবাংলা ডেস্ক : আজ ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ওই ভাষণ রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতার সরাসরি স¤প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরবেন।
এছাড়া প্রধানমন্ত্রী এমন এক সময় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন যখন বিরোধী দল বিএনপি ২৫ অক্টোবর রাজধানীতে জনসভা করার অনুমতি চেয়ে আবেদন করেছে। ফলে তার এই ভাষণ আলাদা গুরুত্ব বহন করছে
