শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৪৯ তম জন্মদিন আজ। যথাযোগ্য র্মযাদায় দিবসটি পালন উপলে ১৮ অক্টোবর শুক্রবার বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পন, ফাতেহাপাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমুহ, বিভিন্ন সামজিক,সাং¯কৃতিক সংগঠন বিভিন্নকর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করছে।
৭৫ এর ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর নিজবাসভবনে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডে ঘাতকেরা মায়ের কাছে নেয়ার কথা বলে বাড়ীর দোতলায় নিয়ে গুলি করে হত্যা করে জাতির পিতার শিশু পুত্র শেখ রাসেলকে।
