জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শেওড়াতলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সুফিয়ান (৩৫) নামে এক ব্যক্তির মূত্যু হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে। আবু সুফিয়ান স্থানীয় শেওড়াতলী গ্রামের আলী হোসেনের এর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আবু সুফিয়ান নিজের বসত ঘরে টিনের চালের সাথে বিদ্যুতায়িত হন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ শ্যামলবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
