মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার এশিয়া মহাসড়কের মুন্সিবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন আহত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় রাজনগর ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা যায়, রাজনগর থেকে একটি অটোরিক্সা ফেঞ্চুগঞ্জ যাচ্ছিল। পথে মুন্সিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন আহত হন। তাদেরকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
