দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাতনামা এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধাপসুলতানগঞ্জ হাটের পূর্ব দিকে একটি ইটভাটার কাছে ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে কে বা কারা তাঁকে খুন করেছে। লাশের গায়ে চেক শার্ট ও পড়নে লুঙ্গি ছিল। উদ্ধার হওয়া তরুনের বয়স আনুমানিক ৩০ বছর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, কয়েকদিন আগে কে বা কারা ওই তরুনকে খুন করে ফেলে রেখে যেতে পারে। তবে লাশের এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।
