ঠাকুরগাঁও সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল আজহার মাহাত্ম অনুধাবন বা অনুসরন করে আমাদের বোধদয় ঘটলে দেশের চলমান রাজনৈতিক সংকট দুর হবে বলে বিশ্বাস করেন তিনি। ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে বুধবার ঈদুল আজহা নামাজ আদায় করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইকথা বলেন। তিনি বলেন, ঈদের ত্যাগের মহিমা আমাদেরকে আরও মহিমান্বিত করতে পারে। এর মধ্য দিয়ে নিদারুন রাজনৈতিক সংকট উদ্বেগ উৎকন্ঠা কেটে যেতে পারে।
সকাল সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে নামাজ আদায় করেন তিনি। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
