মো. খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উল আজহার নামাজ পড়লেন অর্ধ-শতাধিক মুসল্লী। ঈদের জামাতে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসার ছাদে ঈদ উল আজহার ওই জামাত অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় অর্ধ-শতাধিক মুসল্লী জামাতে অংশ নেয়। নামাজ শেষে ২টি গরু ও একটি ছাগল কোরবানী দেওয়া হয়। এদিকে জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও সহ¯্রাধিক মুসল্লী মঙ্গলবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারের বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
