শ্যামলবাংলা বিনোদন : প্রতি ঈদের মতো এবারও থাকছে শোবিজ তারকাদের নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের ঈদ আনন্দ আড্ডায় অংশ নিয়েছেন এ সময়ের জনপ্রিয় ক’জন তারকা। এরা হলেন মডেল-অভিনেতা নিরব, চলচ্চিত্র তারকা জায়েদ খান, কণ্ঠশিল্পী পারভেজ, মডেল-অভিনেত্রী আইরিন ও মডেল-উপস্থাপক ফারিয়া।
ঈদের দিনে প্রিয় মানুষ বা প্রেমিক-প্রেমিকাকে সময় দেয়া হয় কিভাবে ইত্যাদি নানান প্রশ্নবানে সাজানো হয়েছে এবারের ঈদের এ অনুষ্ঠানটি। ঈদ আড্ডাবাজিতে তানভীর তারেকের নানান প্রশ্নে উঠে এসেছে গ্রামের ঈদ, ফেসবুকে ঈদের শুভেচ্ছা বনাম আগের দিনের ঈদ কার্ডের ভালো-মন্দ। ইসরাফিল শাহিনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০ টায় একুশে টিভিতে।
