পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : পুঠিয়ায় শয়ন ঘরে ঢুকে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্যের চাচাতো ভাই ও মুক্তিযোদ্ধা পুত্র শেখ আমিনুল ইসলাম রয়েল (৩০) কে নৃশংসভাবে জবাই করে হত্যা ঘটনায় পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মেজো ভাই শেখ মো. ওবাইদুল ইসলাম জুয়েল ৯ জনকে আসামী করে ১৫ই অক্টোবর ওই মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত মামলার কোন আসামী গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, রবিবার দিবাগত গভীর রাতে বিড়ালদহ মাজার সংলগ্ন একটি ভাড়া বাড়ীর কক্ষে প্রতিপক্ষের চিহ্নিত খুনিরা শেখ আমিনুল ইসলাম রয়েলকে প্রথমে কুপিয়ে রক্তাক্ত জখম করে হাতের কব্জি কেটে আলাদা করে দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে রাতে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রয়েলের মৃত্যু হয়। নিহত শেখ আমিনুল ইসলাম রয়েল বিড়ালদহের বীর মুক্তিযোদ্ধা মৃত শেখ আব্দুল ওয়াজেদ ওরফে মাখন আলীর পুত্র ও রাজশাহী-৫ এর সংসদ সদস্য আবুল ওয়াদুদ দারার সম্পর্কের চাচাতো ভাই। সোমবার বাদ আছর নিহতের নামাজে জানাজা বিড়ালদহ ঈদগাহ্্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ দারা, সহ-সভাপতি শেখ মোক্তাদের শরীফ, সাধারন সম্পাদক আব্দুল মালেক সহ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ ও ছাত্র লীগের নেতাকর্মী এবং স্থানীয় জন সাধারন। পুঠিয়া থানার ওসি আবু ওবায়দা খান জানান, সোমবার রাত সোয়া ১২টায় হত্যা মামলা দায়ের হয়। রাতে বিভিন্ন স্থানে আসামীদের সন্ধান করে পাওয়া যায়নি। গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।
