গজনবী, দৌলতখান (ভোলা) : মেঘনায় মা ইলিশ নিধন বিরোধী অভিযান চালিয়ে ভোলার দৌলতখানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়ানো হয়েছে। ওইসব অবৈধ জাল উদ্ধার করা হয়। ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি’র নেতৃত্বে মেঘনায় দিনভর অভিযান চালিয়ে ওইসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো বটতলা সংলগ্ন মেঘনার পাড়ে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সান্তোশ কুমার সরকার , এএসআই ইব্রাহীম উপস্থিত ছিলেন।
