আবুল কাশেম, টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ওই ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেল স্টেশন ম্যানেজার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসটি রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এলে রেলের ছাদ থেকে ওবায়দুর রহমান নামের এক ব্যক্তি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি নওগাঁর আত্রাইয়ে। সকালে নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।
