শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালামের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে এক জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে বিএনপি। ১৪ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে ওই অভিযান চালানো হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
রাত সাড়ে ১২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলনে দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বাসায় পুলিশ রাতে অভিযান চালনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে সাবধান করে বলেন, বিরোধী দলের বাড়িতে হামলা করলে এর ফল শুভ হবে না। তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন নিশ্চিত করতে যে চক্রান্ত করেছে তার অংশ হিসেবেই সাদা পোশাকে পুলিশ দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে।

২৫ অক্টোবরের সমাবেশ বানচালের জন্যই সরকার বাসায় বাসায় পুলিশ পাঠিয়ে বিএনপি নেতাদের হয়রানি করছে দাবি করে রিজভী আহমেদ বলেন, সমাবেশ ব্যর্থ করতে সরকার নানা দিক থেকে ষড়যন্ত্র করছে। তাদের মতো করে বিভিন্ন চক্রান্তে মেতে উঠেছে। আমরা গণতন্ত্র থেকে ফিরতে চাই না। কোনো চক্রান্ত কাজে আসবে না বলেও তিনি সতর্ক করে দেন। তিনি বলেন, সরকার সারাদেশে দমনপীড়ন করে শঙ্কা তৈরি করেছে। জনগণের অগ্রগামী অংশ এবং প্রতিনিধি হিসেবে বিএনপি এবং ১৮ দলীয় জোট দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রস্তুতি গ্রহণ করেছে। ২৫ তারিখের সভা সফল হবেই।
তিনি বলেন, ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পদাতিকের ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক ভাষা ধারণ করে বেগম খালেদা জিয়ার জনসভায় যাবে। সরকার যদি এই কর্মসূচি ব্যর্থ করতে দমনপীড়ন করে তবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আর্টিলারী বাহিনীতে পরিণত হবে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে শক্তভাবে সমালোচনা করায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের উদ্দেশ্যে, তলাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করেছে।
