ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামে পূর্বশত্র“তার জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। ১৪ অক্টোবর সোমবার গভীররাতে ওই ঘটনা ঘটে। আহত মো. ফারুক হোসেন (৩৫) ও তার স্ত্রী মুন্নি বেগম (২৫)কে গুরুতর অবস্থায় আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ।
কাঠালিয়া থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই রাতে বসতঘরের বাইরে ওই ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
