ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকালে ওই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মো. সোহেল তালুকদার (১৩) স্থানীয় মো. পান্না তালুকদারের ছেলে এবং আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, স্কুলছাত্র সোহেল তার নিজ ঘরের বিদ্যূৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যূৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুর ১২ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
