ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৩ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে শাকিব-বাপ্পির লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০১৩ ৯:৩৫ অপরাহ্ণ

eid-dilm-BG2013101শ্যামলবাংলা বিনোদন : এবারের ঈদে বড় পর্দায় থাকছে শাকিব খান ও বাপ্পি চৌধুরী’র লড়াই। এবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ৩ টি ছবি এবং বাপ্পি চৌধুরী অভিনীত একটি ছবি। শাকিব অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেমিক নাম্বার ওয়ান’, মালেক আফসারী পরিচালিত ‘ফুল অ্যান্ড ফাইনাল’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। এবারের ছবিগুলোয় তার বিপরীতে আছেন অপু বিশ্বাস, নিপুণ, জয়া আহসান ও ববি। এরমধ্যে ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ছবিটি নির্মিত হয়েছে সাদিয়া সোহান কথাচিত্রের ব্যানারে। ছবিটির প্রযোজক আনোয়ার হোসেন মিন্টু।  রোমান্টিক অ্যাকশনধর্মী ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ, কেয়া, শাহনূর আমান, কাবিলা, নাসরিন, জেসমিন, ডন, শিবা শানু, ইলিয়াস কোবরা এবং কাজী হায়াৎ ও ববিতা। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’তে দুই নায়ক শাকিব ও শুভর বিপরীতে অভিনয় করেছেন প্রথমবারের মতো বড় পর্দায় আসা জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী অভিনেত্রী জয়া আহসান।  ছবিতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ারা, সোহেল রানা, সুব্রত, দিতি, সাজু খাদেম, মিমো প্রমুখ। ছবির সব ক’টি গান লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, মুন্নী, চন্দন সিনহা, ন্যান্সি, পুলক, সোনিয়া, কিশোর, রন্টি, মুহিন, তাসিফ ও শাকিব খান। এ ছবির চিত্রনাট্য করেছেন রুম্মন রশীদ খান। এছাড়া মালেক আফসারীর পরিচালনায় ‘ফুল অ্যান্ড ফাইনাল’ নিয়ে ববির সাথে শাকিব খান জুটি হয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। শাকিব খান-ববি জুটির প্রথম ছবি এবং দুই বছর পরিচালনায় আসা মালেক আফসারীর রোমান্টিক-অ্যাকশন ছবি এটি।

Shamol Bangla Ads

আর বাপ্পি অভিনীত ছবিটি হচ্ছে শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘কি প্রেম দেখাইলা’। ঈদে এটিই বাপ্পির প্রথম ছবি। ছবির নাম ‘কী প্রেম দেখাইলা’। এ ছবিতে তার বিপরীতে আছেন আঁচল। নতুন এ ছবিটি এই জুটির তৃতীয় ছবি। এ ছবিতে আরো অভিনয় করেছেন ববিতা ও আলীরাজ।

এদিকে এবারের ঈদে শাকিব খানের ওই ৩ ছবি আর বাপ্পি চৌধুরীর এক ছবি নিয়ে চলচ্চিত্রপাড়াসহ দর্শক-সমালোচক মহলে চলছে নানা বিশ্লেষণ। শাকিবের জনপ্রিয়তা আর ৩টি ছবির আড়ালে বাপ্পি হারিয়ে যান কিনা এমনটাও ভাবছেন অনেকে। তবে কেউ কেউ বলছেন, ঈদের ৩ টি ছবির নায়ক শাকিব হওয়াতে এক ধরনের একঘেয়েমি হবার সুযোগ আছে। তাই দর্শক একঘেয়েমি কাটানোর জন্য বাপ্পির ছবিকেও বেছে নিতে পারে। তাই লড়াইটা বেশ জমেই উঠবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!