শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশি ক্রিকেটাররা শুধু ব্যাটিং আর বোলিংয়েই নয়, তারা গানও গাইতে পারেন। এবারের ঈদে জাতীয় ক্রিকেট দলের ৩ খেলোয়াড় গান করেছেন দু’টি ব্যান্ডদলের সাথে। এ নিয়ে নির্মিত হয়েছে ‘সুপার সিক্সার’। ওই ৩ ক্রিকেটার হচ্ছেন নাসির হোসেন, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন। তারা নেসক্যাফে গেট সেট রক-২০১২ এর চ্যাম্পিয়ন ব্যান্ড এর সাথে ৩ টি গান গেয়েছেন। ক্রিকেটারদের অংশগ্রহণ করা ‘সুপার সিক্সার’ অনুষ্ঠানটি নির্মাণ করেছেন তাহের শিপন। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি।
