শ্যামলবাংলা ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা’র নামাজ উপলক্ষে বুধবার রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে পৃথক পৃথক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। খবর শ্যামলবাংলার প্রতিনিধি ও সংবাদদাতাদের।

ঢাকা : রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এ নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টা অন্তর ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীবাসীর জন্য প্রতিটি এলাকায় ঈদ জামাতের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮টায় আহলে হাদিসের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বংশাল বড় জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত হবে।
চট্টগ্রাম : বন্দরনগরীতে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৮টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে। এছাড়া লালদিঘি ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত হবে। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুদ্দিন সাকী জানান, নগরীর ৪১ ওয়ার্ডে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবার ১৪৯টি স্থানে ঈদ জামাত হবে।

সিলেট : সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ এতে ইমামতি করবেন। সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হবে। এছাড়া নগরীর সব ঈদগাহ ময়দান এবং বিভিন্ন মসজিদেও অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
খুলনা : খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। এরপর সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত হওয়ার কথা। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা ও ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে। এর বাইরে নগরীর বিভিন্ন স্থানে ঈদের জামাত হবে।
রংপুর : রংপুর মহানগরীতে সকাল ৯টায় ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, মেয়র শরফুদ্দিন আহাম্মদ ঝন্টু, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহমেদসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। এছাড়া ৩৩টি ওয়ার্ডের ৭৭টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
রাজশাহী : রাজশাহীতে ঈদুল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে ওই জামাত হয়রত শাহ্ মখদুম (র.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ওই মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। একই সময় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়ায় মহানগর ঈদগাহে ময়দানে। সকাল সোয়া ৮ টায় তৃতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তায়।
বরিশাল : বরিশাল নগরীতে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বান্দরোডের বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদের প্রধান জামাতে সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন, সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি নামাজ আদায় করবেন। নগরীর বেশীর ভাগ মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত শুরু হবে।
শোলাকিয়া : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারো দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের পরিচালনায় সকাল ৯ টায় এ জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবার সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভোর সাড়ে ৫টায় ময়মনসিংহ থেকে একটি এবং সকাল ৬টায় ভৈরব থেকে একটি ট্রেন শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
