এম. এ করিম মিষ্টার, নীলফামারী : পর্যাপ্ত নিরাপত্তার অভাবে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েটি স্থানীয়রা রাতের আঁধারে গোচারণ ভূমিতে পরিণত করছে। এতে হুমকির মুখে পড়ছে আন্তর্জাতিক ট্রানজিট হিসেবে প্রক্রিয়াধীন এ বিমানবন্দরটি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়টিকে ট্রানজিটে প্রতিবন্ধকতা না মানলেও ইউনাইটেড এয়ারওয়েজ রানওয়েতে গরু প্রবেশের কারণে সৃষ্ট আবর্জনায় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে।
জানা যায়, ওই বিমানবন্দরটিতে ২২ জন আনসার সর্বদা নিরাপত্তার কাজ করছেন। এদের মধ্যে ২ জন থাকেন ছুটিতে। আর বিমানবন্দর স্টেশনটিতে ২ গেটে ৬ জন আর সাড়ে তিন কিলোমিটার রানওয়ে নিরাপত্তায় ৮ ঘন্টা করে ৪ জন দায়িত্ব পালন করেন। বিমান ডিউটি ও পরিদর্শনে দু’জন পিসি থাকেন সর্বদা ব্যস্ত। তারপরে সদা তৎপর আনসারদের ফাঁকি দিয়ে রাত ৮টার পর প্রাচীর ঘেঁষা বুজারীপাড়া ও বাড়াইশালপাড়া চৌমুহনী এলাকার কৃষকরা তাদের গরু ঢুকিয়ে সারারাত ঘাস খাওয়ায়। নিরাপত্তা কর্মীরা জানায়, সাড়ে ৫ থেকে ৫শ’ গরু প্রতিদিন রাতে ঢুকে সারারাত অবস্থান করে সকাল ৭টায় চলে যায়। এসময় গরুর মালিকরাও সঙ্গে থাকেন। এক্ষেত্রে স্থানীয়রা প্রাচীর ভেঙ্গে ও নিচে গর্ত করে প্রবেশ পথ তৈরি করেছে। নিরাপত্তা প্রহরী আনসারের ইনচার্জ মহিজুল ইসলাম জানান, এ বিশাল রানওয়ে দেখতে ৪ জন সবসময় রানওয়েতে থাকি। রাতে গরু প্রবেশ নিয়ে গেল বছর স্থানীয়রা আমাদের ৬ আনসারকে বেধড়ক লাঠিপেটা করে। এর কোনো বিচার পাইনি। এদিকে রানওয়েতে গরু ঢুকলে কর্তৃপক্ষের শাস্তি এবং আবার প্রবেশ করতে না দিলে গরুর মালিকের হাতে লাঞ্ছিত হতে হয়। আমরা কোনদিকে যাব। তাই এ বিষয় নিয়ে আমরা উৎকন্ঠায় আছি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে দীর্ঘদিন এলাকাবাসীর সঙ্গে বিরোধ চলছে। আমরা আইনের আশ্রয় নিলে স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে মিমাংসা হয়। কিন্ত রাতের আঁধারে গরু ঢোকা বন্ধ হয় না। তবে গরুর গোবর ও আবর্জনা সব সময় পরিস্কার করায় কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা নেই।
এ ব্যাপারে সৈয়দপুর থানা পুলিশ জানায়, গত কয়েকদিন আগে রাত ৩টার সময় বিমানবন্দর রানওয়ের দক্ষিণ প্রান্তে বিশেষ টহল দিতে গিয়ে রানওয়েতে প্রায় ৫ শতাধিক গরু ও অর্ধশতাধিক রাখালকে পাওয়াা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিমানবন্দরটিতে একমাত্র বিমান পরিবহন ইউনাইটেড এয়ারওয়েজের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, আমরা এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি। যদিও এটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দেখবেন। তবে দেশের স্বার্থে প্রক্রিয়াধীন ট্রানজিট বিষয়টি রক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত। রাতে গরুর চারণ নিয়ে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ-এর সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহিদুল আলম চৌধুরী জানান, গরু চড়ানো নিয়ে ৭ আনসারকে একদিনের অনুপস্থিতিমূলক শাস্তি দেয়া হয়েছে।

ˆmq`cyi wegvbe›`‡ii ivbI‡q GLb †MvPviY f‚wg!

Gg. G Kwig wgóvi, bxjdvgvix : ch©vß wbivcËvi Afv‡e mxgvbv cÖvPxi w`‡q †Niv bxjdvgvixi ˆmq`cyi wegvbe›`‡ii ivbI‡qwU ¯’vbxqiv iv‡Zi Auvav‡i †MvPviY f‚wg‡Z cwiYZ Ki‡Q| G‡Z ûgwKi gy‡L co‡Q Avš—R©vwZK UªvbwRU wn‡m‡e cÖwµqvaxb G wegvbe›`iwU| wmwfj Gwf‡qkb KZ©„c¶ G welqwU‡K UªvbwR‡U cÖwZeÜKZv bv gvb‡jI BDbvB‡UW GqviI‡qR ivbI‡q‡Z Mi“ cÖ‡e‡ki Kvi‡Y m„ó AveR©bvq `yN©Ubv NU‡Z cv‡i e‡j Avk¼v Ki‡Q|
Rvbv hvq, IB wegvbe›`iwU‡Z 22 Rb Avbmvi me©`v wbivcËvi KvR Ki‡Qb| G‡`i g‡a¨ 2 Rb _v‡Kb QzwU‡Z| Avi wegvbe›`i †÷kbwU‡Z 2 †M‡U 6 Rb Avi mv‡o wZb wK‡jvwgUvi ivbI‡q wbivcËvq 8 N›Uv K‡i 4 Rb `vwqZ¡ cvjb K‡ib| wegvb wWDwU I cwi`k©‡b `yÕRb wcwm _v‡Kb me©`v e¨¯—| Zvic‡i m`v Zrci Avbmvi‡`i duvwK w`‡q ivZ 8Uvi ci cÖvPxi †Nulv eyRvixcvov I evovBkvjcvov †PŠgynbx GjvKvi K…lKiv Zv‡`i Mi“ XzwK‡q mvivivZ Nvm LvIqvq| wbivcËv Kg©xiv Rvbvq, mv‡o 5 †_‡K 5kÕ Mi“ cÖwZw`b iv‡Z Xz‡K mvivivZ Ae¯’vb K‡i mKvj 7Uvq P‡j hvq| Gmgq Mi“i gvwjKivI m‡½ _v‡Kb| G‡¶‡Î ¯’vbxqiv cÖvPxi †f‡½ I wb‡P MZ© K‡i cÖ‡ek c_ ˆZwi K‡i‡Q| wbivcËv cÖnix Avbmv‡ii BbPvR© gwnRyj Bmjvg Rvbvb, G wekvj ivbI‡q †`L‡Z 4 Rb memgq ivbI‡q‡Z _vwK| iv‡Z Mi“ cÖ‡ek wb‡q †Mj eQi ¯’vbxqiv Avgv‡`i 6 Avbmvi‡K †eaoK jvwV‡cUv K‡i| Gi †Kv‡bv wePvi cvBwb| Gw`‡K ivbI‡q‡Z Mi“ XzK‡j KZ©„c‡¶i kvw¯— Ges Avevi cÖ‡ek Ki‡Z bv w`‡j Mi“i gvwj‡Ki nv‡Z jvwÃZ n‡Z nq| Avgiv †Kvbw`‡K hve| ZvB G welq wb‡q Avgiv DrKÚvq AvwQ|
wegvbe›`i KZ©„c¶ Rvbvq, G wb‡q `xN©w`b GjvKvevmxi m‡½ we‡iva Pj‡Q| Avgiv AvB‡bi AvkÖq wb‡j ¯’vbxq †Pqvig¨v‡bi n¯—‡¶‡c wggvsmv nq| wKš— iv‡Zi Auvav‡i Mi“ †XvKv eÜ nq bv| Z‡e Mi“i †Mvei I AveR©bv me mgq cwi¯‹vi Kivq †Kv‡bv iKg `yN©Ubvi Avk¼v †bB|
G e¨vcv‡i ˆmq`cyi _vbv cywjk Rvbvq, MZ K‡qKw`b Av‡M ivZ 3Uvi mgq wegvbe›`i ivbI‡qi `w¶Y cÖv‡š— we‡kl Unj w`‡Z wM‡q ivbI‡q‡Z cÖvq 5 kZvwaK Mi“ I Aa©kZvwaK ivLvj‡K cvIqvv hvq| c‡i welqwU mswkó KZ©„c¶‡K AewnZ Kiv n‡q‡Q| G wegvbe›`iwU‡Z GKgvÎ wegvb cwienb BDbvB‡UW GqviI‡q‡Ri BbPvR© kvnv`vZ †nv‡mb Rvbvb, Avgiv G welqwU wb‡q `ywðš—vq AvwQ| hw`I GwU wmwfj Gwf‡qkb KZ©„c¶ †`L‡eb| Z‡e †`‡ki ¯^v‡_© cÖwµqvaxb UªvbwRU welqwU i¶vq mKj‡K GwM‡q Avmv DwPZ| iv‡Z Mi“i PviY wb‡q wmwfj Gwf‡qkb A_wiwU evsjv‡`k-Gi ˆmq`cyi wegvbe›`‡ii e¨e¯’vcK kwn`yj Avjg †PŠayix Rvbvb, Mi“ Pov‡bv wb‡q 7 Avbmvi‡K GKw`‡bi Abycw¯’wZg~jK kvw¯— †`qv n‡q‡Q|
