এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ১৫ গ্রাম হেরোইনসহ আনোয়ারা বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া থেকে ওই হেরোইনসহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক গোলাম রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপ্তরের সদস্যরা উল্লে¬খিত এলাকায় গিয়ে অবস্থান নেয়। এসময় এক নারীকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ১৫গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক আনোয়ারার বাড়ি নীলফামারী সদরের টুপামারি বনবিভাগ এলাকায়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
