এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাইল্ড ক্রিকেট একাডেমির যাত্রা শুরু হলো। মহসিন রেজা ফাউন্ডেশন ওই একাডেমিটি পরিচালনা করবে। এ উপলক্ষে ১৪ অক্টোবর সোমবার এক বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রেলওয়ে মাঠ থেকে বিশাল একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি আবার রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ক্রিকেট একাডেমির সভাপতি মহসিনুল হক মহসিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, একাডেমির টিম ম্যানেজার এহসানুল্লাহ, পরিচালক হাফিজুর রহমান হাফিজ, কোচ নাসির, নির্বাহী সদস্য আইয়ুবুর রহমান, আব্দুল লতিফ, সাজ্জাদ আখতার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক ও মহসিন রেজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশারফ রেজা।
