ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ফের মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর রবিবার রাতে উপজেলার জগতপুর গ্রামে একদল দুর্বৃত্ত ওই ঘটনা ঘটায়। ওই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে প্রাথমিক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসন ও স্থানীয়দের হস্তক্ষেপে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দূর্গোৎসবের সমাপ্তি হয়েছে।
জানা যায়, ছোট মালিঝিকান্দা গ্রামের কতিপয় দুর্বৃত্ত শনিবার রাতে জগতপুর পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বী তরুণীদের উত্যক্ত করে। ওই সময় জগতপুর ও কান্দুলী গ্রামের হিন্দু-মুসলমান মিলে ঘটনার প্রতিবাদ করে এবং রাতেই উভয় গ্রামের লোকজন বসে ঘটনাটি প্রাথমিকভাবে মিমাংসা করে দেয়। রবিবার রাতে ওই ঘটনার জের ধরে ছোট মালিঝিকান্দা গ্রামের মেজরের ছেলে মোখলেছুর রহমানের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত পূজা মন্ডপ থেকে ফেরার পথে সুবাস চন্দ্র দে’র বাড়ীতে শীতলা মন্দিরে প্রবেশ করে শীতলা প্রতিমা’র মাথাটি ভেঙ্গে নিয়ে যায়। ওই সময় পূজা মন্ডপে দায়িত্বরত এসআই মোজাম্মেল হক দুর্বৃত্তদের পিছু নেয় এবং মোখলেছুর রহমানকে আটক করে। পরে মোখলেছুর রহমান অন্যান্যদের দুর্বৃত্তদের হাজির করার অজুহাত দেখিয়ে কৌশলে পালিয়ে যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি স্থানীয়ভাবেই মিমাংসা হয়েছে।
