এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : যান্ত্রিক ক্রটির কারনে রবিবার সকাল থেকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার ব্যবস্থাপক প্রশাসন প্রদিপ কুমার মজুমদার জানান, কারখানায় যান্ত্রিক ক্রটির কারনে রবিবার সকাল সাড়ে ৮ টায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আমাদের কারখানার দ কারিগর সমস্যা চিহ্নিত করে দ্রুত মেরামতের চেষ্টা চালাচ্ছে এর ফলে খুব শীঘ্রই উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে। বিসিআইসির নিয়ন্ত্রনাধীন দৈনিক ১৪শত মেট্রিকটন মতা সম্পন্ন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সর্বশেষ সাড়ে ৯শত মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়। কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক শ্রমিক জানান, কারখানাটি অতি পুরাতন যারফলে সমস্যা হতেই পারে আর এই সমস্যা সমাধানের জন্য প্রচুর পরিমানে অর্থ ব্যয় করা হচ্ছে। এই অর্থ ব্যয় করে কিছু নতুন যন্ত্রপাতি সংযোজনের কথা থাকলেও সিবিএ নেতৃবৃন্ধ এবং প্রশাসনের যৌথ দূর্নীতির মাধ্যমে নতুনের স্থলে পুরাতন যন্ত্রাংশ সংযোজন করে সমাধান করা হয়ে থাকে যারফলে কারখানার উৎপাদন কয়েকদিন পরপর বন্ধ হয়ে যায়।
