মো. খালেদ পারভেজ বখ্শ,মৌলভীবাজার : ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় শেষ মূর্হুতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতোই ঘনিয়ে আসছে, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে। গত এক সপ্ত্হা ধরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকার মাঠে পশুর হাট বসেছে।
সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার দেশি-বিদেশি গরু-ছাগল, ভেড়াসহ পশুর সংখ্যা অনেক বেশি। বাজারের একাধিক বিক্রেতা জানান, জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বিপুলসংখ্যক গরু-ছাগল আসতে থাকায় গত বছরের তুলনায় এ বছর গরুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। হাটে আসা পশু ব্যবসায়ী আকবর আলী জানান, পশুর আমদানি বেশি হলেও আশানুরূপ বিক্রি হচ্ছেনা। মৌলভীবাজারের পৌরসভার ইজারাদার তোফায়েল আহমদ জানান, এ বছর বাজারে সর্বোচ্চ ৮ লাখ টাকা মূল্যের গরুর হাক উঠেছে। এদিকে, জেলার ব্রাহ্মনবাজার, মুন্সিবাজার, চৌধুরীবাজার, রবিরবাজার, দিঘীর পাড় বাজার, আদমপুর বাজার, মাধবপুর বাজার, ফুলতলা বাজার, জুড়ী বাজার, বড়লেখা বাজার, শাহাবাজপুর বাজার কুলাউড়া পৌরসভা বাজার, শেরপুরবাজার ও শ্রীমঙ্গলবাজারে গরুর হাটও বেশ জমে উঠেছে।
অপরদিকে, ঈদকে সামনে রেখে পশুর হাটের পাশাপাশি কাপড়ের দোকান, মসলার দোকান ও কামারের দোকান জমজমাট হয়ে উঠেছে। ঈদ ও পূজা উপলক্ষে বাজারের বিপণী বিতানগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে। বাজারের প্রতিটি বিপণী বিতান ও ফুটপাতের কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ জানান, জেলার বড় বড় গরুর হাট-বাজারে জাল টাকা সনাক্তকরণ মেশিন প্রদান করা হয়েছে। গরুর হাটে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ টিম রয়েছে বলে তিনি জানান।
