ads

সোমবার , ১৪ অক্টোবর ২০১৩ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৪, ২০১৩ ৩:০২ অপরাহ্ণ

Moulvibazar.picCow Hatমো. খালেদ পারভেজ বখ্শ,মৌলভীবাজার : ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়  শেষ মূর্হুতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতোই ঘনিয়ে আসছে, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে। গত এক সপ্ত্হা ধরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকার মাঠে পশুর হাট বসেছে।
সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার দেশি-বিদেশি গরু-ছাগল, ভেড়াসহ পশুর সংখ্যা অনেক বেশি। বাজারের একাধিক বিক্রেতা জানান, জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বিপুলসংখ্যক গরু-ছাগল আসতে থাকায় গত বছরের তুলনায় এ বছর গরুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। হাটে আসা পশু ব্যবসায়ী আকবর আলী জানান, পশুর আমদানি বেশি হলেও আশানুরূপ বিক্রি হচ্ছেনা। মৌলভীবাজারের পৌরসভার ইজারাদার তোফায়েল আহমদ জানান, এ বছর বাজারে সর্বোচ্চ ৮ লাখ টাকা মূল্যের গরুর হাক উঠেছে। এদিকে, জেলার ব্রাহ্মনবাজার, মুন্সিবাজার, চৌধুরীবাজার, রবিরবাজার, দিঘীর পাড় বাজার, আদমপুর বাজার, মাধবপুর বাজার, ফুলতলা বাজার, জুড়ী বাজার, বড়লেখা বাজার, শাহাবাজপুর বাজার কুলাউড়া পৌরসভা বাজার, শেরপুরবাজার ও শ্রীমঙ্গলবাজারে গরুর হাটও বেশ জমে উঠেছে।
অপরদিকে, ঈদকে সামনে রেখে পশুর হাটের পাশাপাশি কাপড়ের দোকান, মসলার দোকান ও কামারের দোকান জমজমাট হয়ে উঠেছে। ঈদ ও পূজা উপলক্ষে বাজারের বিপণী বিতানগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে। বাজারের প্রতিটি বিপণী বিতান ও ফুটপাতের কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ  জানান, জেলার বড় বড় গরুর হাট-বাজারে জাল টাকা সনাক্তকরণ মেশিন প্রদান করা হয়েছে। গরুর হাটে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ টিম রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!